
১৬ জুন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের জন্য Level 2 ভ্রমণ সতর্কতা জারি করেছে; একা মহিলা সফর এড়াতে বলা হয়েছে, সন্ত্রাস ও মাওবাদী এলাকা ঝুঁকিপূর্ণ।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
যুক্তরাষ্ট্র ভারতকে ধর্ষণ ও সন্ত্রাসে বিপজ্জনক দেশ হিসেবে আখ্যা দিয়েছে।
ভারতের জন্য লেভেল 2 ট্র্যাভেল অ্যাডভাইজারি ১৬ জুন জারি হয়।
এতে মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নির্দেশনায় বলা হয়েছে, ভারতের পর্যটন এলাকায় যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে। একা মহিলা ভ্রমণ না করার আবেদন জানানো হয়েছে।
সন্ত্রাস ও হিংসাত্মক কর্মকাণ্ডের দরুণ সীমান্ত ও মাওবাদী অধ্যুষিত এলাকাগুলো বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে।
জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, গুলমার্গ ও পহেলগাঁও–সহ এলাকা সন্ত্রাসগ্রস্ত।
মহারাষ্ট্রের পূর্ব, তেলেঙ্গানার উত্তর ও পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ মাওবাদী দখলে।
বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মেঘালয়, ওড়িশা এবং কলকাতা ছাড়াও শহরগুলোর বাইরের এলাকায় মার্কিন নাগরিকদের ভ্রমণের আগে অনুমতি নিতে বলা হয়েছে। মণিপুরে যাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ।
এই সতর্কতাকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে।
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, “মোদি ও তাঁর সমর্থকদের জোর ধাক্কা খেলেন। আমেরিকাই বলছে ভারত ধর্ষণ ও সন্ত্রাসে বিপন্ন।”
কেরল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় মোদির মুকুটে “আরও একটি পালক যুক্ত” হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই নির্দেশিকা নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিকভাবে মোদি সরকারের ভাবমূর্তির ওপর আঘাত।
ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ঘনিষ্ঠতা সত্ত্বেও, সতর্কতাটি বিরাট অ স্বস্তির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের এই সতর্কতা আন্তর্জাতিকভাবে ভারতের নিরাপত্তা ও নারী সুরক্ষা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
সরকারিভাবে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে এটা আলোড়ন সৃষ্টি করেছে।
অন্য পত্রিকার হেডলাইন:
Times of India: ‘Rape, violence, terrorism’: US suddenly updates travel advisory for India, asks women not to travel alone
Economic Times: US issues Level 2 travel advisory for India: What it means & what travellers should know
Times of India (Odisha edition): Odisha slams US advisory cautioning travel to state over Maoist threat
Times of India (Raipur edition): T S Singh Deo questions Amit Shah over US travel advisory on women’s safety in Chhattisgarh
Times of India (Ranchi edition): Political parties, traders slam US travel advisory