
বাংলাদেশে মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ভারত মঙ্গলবার ঢাকায় পাঠাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং বার্ন ইউনিটের জন্য জরুরি সরঞ্জাম—দুই দেশের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায়, দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা দিতে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত।
মঙ্গলবার (২২ জুলাই) এই সহায়তা ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানান, “আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাঁদের বার্ন ইউনিটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন।”
তিনি আরও জানান, “চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকও পাঠানো হবে।”
গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তাঁর সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করে জানান, যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে ভারত তা দিতে প্রস্তুত। বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
এই ঘটনার পর থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে বলে জানায় বিবিসি বাংলা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের কাছে জানানো হয়েছিল, বিমান দুর্ঘটনায় আহতদের অধিকাংশের শরীর দগ্ধ হয়েছে। এদের চিকিৎসার জন্য যদি বার্ন বিশেষজ্ঞ দল, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ পাঠানো হয়, তাহলে তা অনেক সহায়তা হবে।
এই অনুরোধের ভিত্তিতেই ভারত নার্সসহ দুইজন অভিজ্ঞ চিকিৎসক ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এছাড়া, ভবিষ্যতে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত—এ তথ্য দুই দেশের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে বলে জানায় বিবিসি বাংলা।