কক্সবাজারে ভাতিজার সঙ্গে আপন চাচির পলায়নকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

২০ জুলাই ভোররাতে শিশু কন্যাসহ আপন চাচিকে নিয়ে পালান ভাতিজা। দীর্ঘদিনের সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পরিবার। এলাকায় চলছে নানা গুঞ্জন ও উদ্বেগ।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়ায় আপন চাচিকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে এক ভাতিজা নিজের শিশু কন্যাসহ তার আপন চাচিকে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে অবস্থানরত রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) দীর্ঘদিন ধরে তাদের আত্মীয় হারুনুর রশিদের ছেলে আরিফুল ইসলাম (২৭)-এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

জীবিকার তাগিদে রবিউল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।

অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, “আমরা আগেই তাদের এই অনৈতিক সম্পর্কের বিষয়টি বুঝতে পেরেছিলাম। একবার স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেও ফেলেছিল। তখন সামাজিক সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সম্পর্কের ইতি টানা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তারা ভোর ৪টার দিকে শিশুকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়।”

জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের কন্যা। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে রয়েছে একটি কন্যা সন্তান।

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক সম্পর্কের এমন ভাঙন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এ নিয়ে স্থানীয় সচেতন মহল বিশেষভাবে প্রবাসী ভাইদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন।

তাদের ভাষায়, “এ ধরনের ঘটনায় প্রমাণিত হয়, স্ত্রী ও সংসারের খোঁজ-খবর না রাখলে এবং সামাজিক দায়িত্ব অবহেলা করলে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। প্রবাসী ভাইদের উচিত পরিবারের প্রতি আরও মনোযোগী হওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *