
দাউদকান্দির রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় মৎস্য স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী রহমত আলীকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয় যেখানে জনপ্রতিনিধি, কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:
জাতীয় মৎস্য পুরস্কার স্বর্ণপদক অর্জনের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থী রহমত আলীর জন্য।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিয়াকত আলী খান এবং কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেন ভূইয়া। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন।
বক্তারা উল্লেখ করেন, রহমত আলী দাউদকান্দি তথা পুরো কুমিল্লার অহংকার। মাছ উৎপাদনে তাঁর নিরলস শ্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তাঁর প্রতিষ্ঠিত ‘রহমত ফিশারিজ’ শুধু উৎপাদন বৃদ্ধি করেনি, বরং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছে এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
রহমত আলী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য। মাছ উৎপাদনে অসামান্য অবদানের কারণে তিনি জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন। গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেন।