কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শাখার কমিটি স্থগিত ঘোষণা

রাজধানীতে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারের একদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ঘোষণা দেন—কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কার্যক্রম স্থগিত।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আলোচিত সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব ইউনিটের কার্যক্রম স্থগিত করেছে। রবিবার সন্ধ্যায় ঢাকার শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, “আমরা লক্ষ্য করছি, সারা দেশে সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা চলছে। অনেকে রাজনৈতিক আশ্রয়ে কিংবা নিজে থেকেই বিপথগামী হয়ে চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই কারণে আজ থেকে কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল ইউনিটের কার্যক্রম স্থগিত ঘোষণা করছি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পর থেকে কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ও ব্যানার ব্যবহার করে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘোষণা আসে রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় সংগঠনটির তিন নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের আরেকটি সংগঠনের এক নেতাসহ মোট পাঁচজন গ্রেপ্তার হওয়ার পরদিন।

গতকাল রাতে গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব, এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ—এই পাঁচজনকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ।

ঘটনার প্রেক্ষিতে গুলশান থানায় দায়ের করা মামলায় আজ আদালত তাদের ৭ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাত ধরে কয়েক মাস আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করে। সংগঠনটি হওয়ার আগে, গত ফেব্রুয়ারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ভিত্তিক আহ্বায়ক কমিটি গঠনের সময় আবদুর রাজ্জাক ছিলেন যুগ্ম আহ্বায়ক।

চাঁদাবাজির ঘটনায় পুলিশ আদালতে জানিয়েছে, আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে।

মামলার এজাহারে উল্লেখ আছে, ১৭ জুলাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুর রাজ্জাক ও কাজী গৌরব অপু সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমকি দেন—না দিলে গ্রেপ্তার করাবেন। এ সময় শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা দেন। এরপর গতকাল পুনরায় আবদুর রাজ্জাকের নেতৃত্বে তারা চাঁদা তুলতে গেলে পুলিশ হাতেনাতে পাঁচজনকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *