
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গণগ্রেপ্তার নয়, তদন্তের ভিত্তিতে দোষীদেরই গ্রেপ্তার করা হচ্ছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
গোপালগঞ্জে গণগ্রেপ্তার চালানো হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।
তিনি বলেন, “গোপালগঞ্জে যেটা হয়েছে তা নিয়ে অনেকে বলছেন গণগ্রেপ্তার চলছে, কিন্তু বাস্তবে তা নয়। আমরা শুধু যারা প্রকৃত দোষী, তদন্তে সংশ্লিষ্ট—তাদেরই গ্রেপ্তার করছি।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “বর্তমানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সামনে নির্বাচন, এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা আমরা দিতে পারব। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে।”
প্রসঙ্গত, গত বুধবার এনসিপির (জাতীয় কনফেডারেশন ফর পিপলস রাইটস) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই জেলা ম্যাজিস্ট্রেট শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সেদিন সন্ধ্যা ৬টা থেকে পুরো জেলায় কারফিউ জারি করা হয়।
পরদিন বৃহস্পতিবার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এক ব্রিফিংয়ে জানান, কারফিউর সময়সীমা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।
এই সময়ের মধ্যে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল—জরুরি প্রয়োজন মেটাতে।
এছাড়াও ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাগুলোকে তারা ‘নাশকতা’ হিসেবেই দেখছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।