
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চাপাইল সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের হামলায় এক সেনাসদস্য আহত হয়েছেন। আহত ওই সেনাসদস্যের নাম সিপিএল এম ডি সাজ্জাদ হোসেন, যিনি ঢাকা হেডকোয়ার্টারে কর্মরত।
এই ঘটনা ঘটে বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে। চাপাইল সেতু এলাকায় এসময় উত্তেজনা দেখা দেয়। পুলিশ জানায়, হামলার পর যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন— আনোয়ার (৬৫), আলআমিন (৩০), শাহিন ভূঁইয়া (২১), ইমন সিকদার (১৭) ও শিমুল (২৭)। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নড়াইল জেলার নড়াগাতি থেকে পিকআপে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন সেনাসদস্য সাজ্জাদ। চাপাইল সেতুতে পৌঁছালে টোল নিয়ে শ্রমিকদের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা তাঁকে মারধর করে।
বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং আহত সেনাসদস্যকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত সেনাসদস্যের বাবা মনিরুজ্জামান বলেন, “আমার ছেলের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমি অভিযোগ করার জন্য থানায় এসেছি। বর্তমানে সে চিকিৎসাধীন।”