
প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা জয়নুল আবদিন বলেন, বাংলাদেশে বিদেশি শক্তির ইশারায় যারা ষড়যন্ত্র করছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে নির্বাচন ঘিরে সহিংসতা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মাধ্যমে যারা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।
সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চলমান নৈরাজ্যের পেছনে যাদের হাত রয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে।
এ সময় চরমোনাইয়ের উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিতে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তারাই আজ বিদেশি শক্তির ইশারায় নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।”
জয়নুল আবদিন আরও অভিযোগ করেন, “যারা এতদিন আওয়ামী লীগের নির্বাচনী সঙ্গী ছিল, তারা এখন জামায়াতের কাঁধে ভর করে রাজনীতি চালাচ্ছে।”
সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “বিএনপি লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই টিকে আছে। এই দলকে বাদ দিয়ে কিংবা ষড়যন্ত্র করে কেউ পার পাবে না।”