চাঁদাবাজি করায় ৫০ হাজার টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

শহরের শাহাপুর এলাকায় চাঁদাবাজির সময় ৫০ হাজার টাকা ও একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে যৌথ বাহিনী – জামালপুরে ঘটনাটি ঘটেছে: ২০ জুন

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

জামালপুরের শাহাপুর এলাকায় শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান (৩৫)কে ৫০ হাজার টাকা সহ আটক করে।

আটক ব্যক্তির পরিচয় জানা গেছে—তিনি জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেম আলীর ছেলে হাবিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভাধীন শাহাপুর এলাকার নজরুল ইসলাম থেকে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান। পরে নজরুল ইসলাম বিষয়টি জানিয়ে জামালপুর সদর থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহাপুর এলাকায় অভিযানে নামে সেনা ও পুলিশ সদস্যরা। এ সময় হাবিবুরকে চাঁদাবাজির অভিযোগে ৫০ হাজার টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় যৌথ বাহিনী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


🇧🇩 প্রসঙ্গগত সংবাদ

অন্যান্য পত্রিকার শিরোনাম:

“জামালপুরে চাঁদাবাজির অর্থসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক” — ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *