অনুমতি ছাড়া চেম্বার না খুলতে চিকিৎসককে হুমকি যুবদল নেতার

চিকিৎসককে মারধর, চেম্বারে ভাঙচুর, সিসিটিভি নষ্ট — অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের ফেনীর সোনাগাজী উপজেলায় এক চিকিৎসকের চেম্বারে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। হামলার সময় চিকিৎসকের বোনসহ দুজন আহত হন। ঘটনা ঘটে শুক্রবার, ১৩ জুন রাতে, উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে চক্ষু চিকিৎসক গোলাম রসুলের নিজ বাড়ির চেম্বারে।

অভিযুক্ত ইকবাল হোসেন, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আড়কাইম গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, সেদিন রাতেই গোলাম রসুল রোগী দেখছিলেন। এ সময় ইকবাল হোসেন ও তার সহযোগী নুর হায়দার জোরপূর্বক চেম্বারে প্রবেশের চেষ্টা করেন। চিকিৎসকের সহকারী রুবেল অপেক্ষা করতে বললে তারা উত্তেজিত হয়ে ওঠেন। পরে চেম্বারে ঢুকে চেয়ার, জানালা, দরজা, সিসিটিভি ক্যামেরা, মনিটর, ফ্যানসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

এ সময় চিকিৎসকের বড় বোনকে মারধরের অভিযোগও রয়েছে। একপর্যায়ে ইকবাল হোসেন চিকিৎসককে হুমকি দেন, ভবিষ্যতে তার অনুমতি ছাড়া যেন চেম্বার খোলা না হয়।

চিকিৎসক গোলাম রসুল জানান, “মাসখানেক আগে কয়েকজন যুবক চাঁদা চেয়ে ভয়ভীতি দেখিয়েছিল। তারই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে। হঠাৎ করে কয়েকজন যুবক চেম্বারে ঢুকে অশোভন আচরণ করে, মারধরের চেষ্টা চালায় এবং ভাঙচুর ও লুটপাট চালায়।”

অভিযুক্ত ইকবাল হোসেন অবশ্য চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তবে রোগীর সিরিয়াল নিয়ে কথাকাটাকাটির কারণে সহযোগীদের মাধ্যমে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– বাংলাদেশ প্রতিদিন: “চেম্বারে হামলা যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ”
– যুগান্তর: “চিকিৎসককে মারধর, ভাঙচুর”
– মানবজমিন: “সোনাগাজীতে যুবদল নেতার তাণ্ডব”
– ইনকিলাব: “চেম্বার ভাঙচুর, নারীকে মারধর”
– নিউজবাংলা: “ভাঙচুর, হুমকি: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *