ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২, গুলিবিদ্ধ একজন

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের একটি এলাকায় ছাত্রদল ও যুবদলের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে কেন্দ্র করে গোলাগুলির সৃষ্টি হয় এবং এতে দুজন আহত হয়েছেন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ।

মঙ্গলবার, ১০ জুন দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মামুন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার সদস্য সাব্বির হোসেন খোকা।

স্থানীয়দের ভাষ্যমতে, ওইদিন দুপুরে যুবদল নেতা বাদল, ছাত্রলীগ সদস্য সাব্বির হোসেন খোকাকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, ছাত্রদলের সদস্য শান্ত সেখানে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এসময় দুই পক্ষের অনুসারীরা মুখোমুখি হয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি চালায়।

এই গুলিতে গুলিবিদ্ধ হন মামুন। অপরদিকে, বাদলের লোকজন মারধর করে সাব্বির হোসেনকে আহত করেন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *