ছাত্রলীগ ট্যাগ দিয়ে জবির শিক্ষকদের উপর হামলায় ছাত্রদল নেতার পদ স্থগিত

এক মাসের জন্য পদ হারালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, শিক্ষক-নেতাদের ওপর হামলার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা


নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে সহিংসতার আরেকটি ঘটনা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) তিন নেতার ওপর হামলার ঘটনায় জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানকে এক মাসের জন্য সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার, ১০ জুলাই, জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি মর্যাদাসম্পন্ন মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ ১ (এক) মাসের জন্য স্থগিত থাকবে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার, ১০ জুলাই, বিকেল সাড়ে চারটার দিকে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তোলে মারধর শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ঘটনার সময় বিভাগের শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে, তারাও ছাত্রদলের নেতাকর্মীদের গালিগালাজ ও হামলার শিকার হন।

একই সঙ্গে শাখা বাগছাসের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফারুকের ওপরও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে হামলা চালানো হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *