
রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন বান্দরবানের এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরা; তার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন রিনা ত্রিপুরা (২০)। তিনি ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা জানান, তার বোন বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি এলাকার বাসিন্দা। মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। বৃহস্পতিবার ভোরে রিকশাযোগে কলেজে যাওয়ার সময় দুই ছিনতাইকারী তার রিকশা থামিয়ে মাথা ও কাঁধে ছুরিকাঘাত করে। এরপর তারা রিনার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইকারীরা রিনার মাথা ও কাঁধে ছুরিকাঘাত করেছে। তাকে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
অন্য পত্রিকার হেডলাইন:
যুগান্তর: ধানমন্ডিতে ছিনতাইয়ে ছাত্রী আহত, মোবাইল-ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা
HSC examinee stabbed by robbers in Green Road — ViewsBangladesh (3 July 2025)
সারাবাংলা: “রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত”
ধানমন্ডিতে ছুরিকাঘাতে আহত রিনা ত্রিপুরা, ছিনতাইকারীরা নিল মোবাইল-ব্যাগ — বাংলানিউজ২৪