
বাংলাদেশের পিরোজপুরে মঠবাড়িয়ার ওসির বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ এনে তাকে প্রকাশ্যে হুমকি দিলেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। থানার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন ফরাজী।
রোববার (১৩ জুলাই) বিকেলে মঠবাড়িয়া পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে পথসভা থেকে তিনি এই হুমকি দেন।
এ বিক্ষোভের আয়োজন করা হয় হত্যা, নৈরাজ্য, সংঘাত ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে।
জানা গেছে, বিকেল ৫টায় শুরু হওয়া মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জসিম উদ্দিন ফরাজী।
এ সময় তিনি বলেন, “বর্তমানে মঠবাড়িয়ার ওসি একটি বিশেষ রাজনৈতিক দলের আমিরে পরিণত হয়েছেন। যদি তিনি আমির হয়ে থাকেন, তবে আমির হিসেবে থাকুন, কিন্তু মঠবাড়িয়ার ওসি হিসেবে নয়। আজ তার কারণেই মঠবাড়িয়ার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। তিনি যেন অনতিবিলম্বে এলাকা ত্যাগ করেন এবং তার পরিবর্তে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়, যিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন।”
তিনি আরও বলেন, “আপনি এই থানাকে একটি দলের অফিসে পরিণত করেছেন, আজ থেকেই সেটি বন্ধ করুন।”
প্রসঙ্গত, সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই ছিল জসিম উদ্দিন ফরাজীর প্রথম কর্মসূচি।
নাম প্রকাশে অনিচ্ছুক মঠবাড়িয়া থানার একজন উপপরিদর্শক (এসআই) জানান,
আওয়ামী লীগের কেউ গ্রেপ্তার হলে বিএনপির চারটি গ্রুপ তাকে ছাড়ানোর সুপারিশ করে থাকে।
কিন্তু ওসি সেই সুপারিশ গ্রহণ না করায় বিএনপির ঐ চারটি গ্রুপ একত্র হয়ে তাকে বিতর্কিত করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, গত ১০ জুলাই মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি ওপেন হাউস ডে আয়োজন করে থানা।
সেখানে বিএনপির সাবেক পৌর আহ্বায়ক কেএম হুমায়ুন কবীর ওসিকে জামায়াত সংশ্লিষ্ট আখ্যা দিলে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এই বিষয়ে জসিম উদ্দিন ফরাজী বলেন,
“মঠবাড়িয়া থানা এখন একটি বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে রূপ নিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় ওই দল থেকে যে নির্দেশ আসে, ওসি তা-ই অনুসরণ করেন।
আমরা দীর্ঘদিন এখানে রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রামে ছিলাম, সাধারণ মানুষের পাশে থেকেছি। এখন দেখি, ভালো মানুষদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
তিনি জানান, এ বিষয়ে তিনি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন। পুলিশ সুপার তাকে আশ্বস্ত করেছেন যে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন,
“গতকালের ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তবে ওপেন হাউস ডে-তে এমন একটি ঘটনা ঘটেছিল, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি।
আমি মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।”