দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নে জামায়াত ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে জামায়াত ইসলামী যুব বিভাগের আয়োজনে ৩০ আগস্ট নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় যুব সমাবেশে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে জামায়াত ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ সম্পন্ন হয়েছে। মানবিক ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শনিবার বিকেলে নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটেশ্বর ইউনিয়ন জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বি ভূইয়া। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেছুর রহমান, দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, বিটেশ্বর ইউনিয়ন জামায়াত ইসলামী আমীর মফিজুল ইসলাম এবং সেক্রেটারি মাহবুবুর রহমান ভূইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী সহ-সেক্রেটারি কাউসার আলম, মারুকা ইউনিয়ন জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি নুরে আলম ভূইয়া এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ।

বিটেশ্বর ইউনিয়ন জামায়াত ইসলামী যুব বিভাগের সেক্রেটারি রাজু প্রধানের সঞ্চালনায় জামায়াত ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রায় যুব সমাজই সবচেয়ে বড় শক্তি। নৈতিকতা ও আদর্শে গড়ে ওঠা তরুণরাই পারে জাতিকে এগিয়ে নিতে। তবে মাদক, বেকারত্ব ও সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইসলামী জীবনব্যবস্থার আলোকে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *