দাউদকান্দিতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির উদ্যোগে জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দোয়া, আলোচনা সভা ও নেতাদের বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়ার অবদানের স্মরণ করা হয়।

মাসুম বিন কুমিল্লা উত্তর প্রতিনিধি

বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার বিকেলে গৌরীপুরস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে জন্মদিনের এই আয়োজন সম্পন্ন হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এমএ সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, যুগ্ম আহ্বায়ক মিঞা শফিক, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলীল, যুগ্ম আহ্বায়ক শাহআলম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আজমালুর রহমান সরকার নিপুন এবং সদস্য সালাউদ্দিন ভুঁইয়া।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদা ইয়াসমিন ঢলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবদুল ওয়াদুদ মৌলুবী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী, কাউসার আলম, আহসান হাবিব, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ এবং গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরী।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র রক্ষায় দৃঢ় অবস্থান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবদান এবং জনকল্যাণে নিবেদিতপ্রাণ মনোভাবের কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা, যিনি কঠিন পরিস্থিতিতেও জনগণের অধিকার রক্ষায় অটল ছিলেন।

আলোচনা সভার শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশের কল্যাণ ও গণতন্ত্রের অগ্রগতির জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *