দাউদকান্দিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সংবাদকর্মীদের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

মাসুম বিন ইদ্রিস,কুমিল্লা উত্তর প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় সারাদেশে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই নৃশংস হত্যার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় দাউদকান্দি পৌরসদরের শহীদ রিফাত পার্ক চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, “আমরা এ বর্বরোচিত হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানাই। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত তুহিনের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।”

তারা আরও দাবি করেন, বাংলাদেশে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন এবং একটি জাতীয় সুরক্ষা কাঠামো আইন বাস্তবায়ন করতে হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন—সেলিম আহমেদ (দৈনিক ইনকিলাব), হানিফ খান (নয়া দিগন্ত), শামীম রায়হান (দৈনিক জনকণ্ঠ), জাকির হোসেন হাজারী (দেশ রূপান্তর), মোহাম্মদ আলী শাহীন (আমাদের সময়), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), হোসাইন মোহাম্মদ দিদার (বাংলাদেশ টুডে), শরীফ প্রধান (দৈনিক ইত্তেফাক), লিটন সরকার বাদল (খবরের কাগজ), মাসুম বিন ইদ্রিস (আনন্দ বাজার), মোঃ শাহাবুদ্দিন (মোহনা টিভি), তৌফিক রুবেল (সংগ্রাম), শাহাবুদ্দীন (কালবেলা), রাজীব হোসেন জয় (নিরপেক্ষ) ও আহনাফ তিহামী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *