
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর সিঙ্গুলা গ্রামের সন্তান এবং রহমত ফিসারিজের প্রতিষ্ঠাতা রহমত আলী দীর্ঘদিন মৎস্য উৎপাদনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রাজধানীর চীণ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাত থেকে জাতীয় স্বর্ণপদক গ্রহণ করেন।
মাসুম বিন ইদ্রিস, কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর সিঙ্গুলা গ্রামের সন্তান রহমত আলী এবার মৎস্য খাতে সর্বোচ্চ জাতীয় স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। তিনি রহমত ফিসারিজের স্বত্বাধিকারী এবং স্থানীয়ভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত।
ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মরহুম হাজী নায়েব আলীর সন্তান রহমত আলী রবিবার রাজধানীর চীণ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের হাত থেকে সম্মানজনক এই পদক গ্রহণ করেন।
পুরস্কার হাতে পাওয়ার পর তিনি আনন্দ প্রকাশ করে বলেন—এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং দাউদকান্দি ও কুমিল্লার মানুষের সম্মিলিত গৌরব।
দীর্ঘ ২৫ বছর ধরে তিনি মাছ উৎপাদনে নিয়োজিত রয়েছেন এবং বর্তমানে তাঁর পরিচালিত প্রজেক্টে প্রায় ৬০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি তাঁর উদ্যোগ দেখে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মৎস্য খাতে আগ্রহী হয়ে কাজ শুরু করেছেন।
স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়ানো এবং নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখার কারণে রহমত আলীর এই জাতীয় স্বীকৃতি দাউদকান্দি ও কুমিল্লার মানুষের কাছে একটি ব্যতিক্রমী অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকে এটিকে কুমিল্লার মানুষের সম্মিলিত প্রাপ্তি বলে মন্তব্য করেছেন।