নগদ’র ৫৫ লাখ টাকা ছিনতাই: অস্ত্রধারী দু’মোটরসাইকেলে করল লুট

একের পর এক সংকটের মধ্যে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ-এর হাজার হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চাঞ্চল্যকর প্রেক্ষাপটে সজাগ অবস্থানে বাংলাদেশ পুলিশ।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

যশোরের মণিরামপুরে মোবাইল ব্যাংকিং কোম্পানি ‘নগদ’-এর ৫৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে রাজারহাট–চুকনগর মহাসড়কের জামতলা দোনার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে মণিরামপুর অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে জামতলায় পৌঁছালে পেছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। এসময় নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরাজুল ইসলাম ও জবেদা খাতুন জানান, মাঠে কাজ চলাকালীন ভাঙচুরের শব্দ শুনে এগিয়ে গিয়ে প্রাইভেটকারের গ্লাস ভাঙা অবস্থায় দুই ব্যক্তিকে দেখেন। টুকু নামের অপর একজন শ্রমিক জানিয়েছেন, ব্যাগ নিয়ে কয়েকজন দুই মোটরসাইকেলে পড়ে যশোরের দিকে পালিয়ে যায়।

নগদ’র সুপার ভাইজার (মণিরামপুর অফিস) আবু সাঈদ ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি অবলোকন করেন। প্রাইভেটকার চালক সাজু হোসেন বলেন, দুই মোটরসাইকেল প্রাইভেটকারের সামনে এসে রাস্তা বন্ধ করে দেয়, থামতে বাধ্য হলে দুর্বৃত্তরা নেমে গ্লাস ভাঙে এবং সম্মোহিত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

অন্যান্য পত্রিকার প্রকাশিত শিরোনাম

“যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই” — Risingbd.com

“যশোরে দিনেদুপুরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই” — Somoy TV

“দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই” — Samakal

“যশোরে ‘নগদ’-এর ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ” — DBC News

“যশোরে দিনেদুপুরে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই” — Swadesh Pratidin


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *