পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার উদ্দেশ্যে মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি-না তা সন্দেহ রয়েছে- মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে মিটফোর্ড হত্যাকাণ্ড নির্বাচন ব্যাহত করতে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। তদন্ত কমিটি গঠন করবে বিএনপি।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিঘ্নিত করতে মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “মিটফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচন বানচালের পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।”

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সরকার এখন দায়িত্বে নেই। তবুও বিশেষ একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন ও অশালীন স্লোগান ফ্যাসিবাদের যুগে ফিরে যাওয়ার ইঙ্গিত দেয়।”

তিনি জানান, মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করা হবে। সেই কমিটি প্রকৃত সত্য উদঘাটন করে তা জনসম্মুখে প্রকাশ করবে।

বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, “দেশে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে পরিকল্পিতভাবে চরিত্রহননের চেষ্টা চলছে।”

তিনি বলেন, “এই হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংঘটিত হয়েছে কি না, তা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।”

এ সময় তিনি বলেন, “মাত্র কয়েকটি দলের স্বার্থে গোটা দেশকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের অনুপ্রবেশ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”

মির্জা ফখরুল তার বক্তব্যে সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে চালানো অপপ্রচার এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *