
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি অবস্থানে চলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিশেষ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত এই বৈঠকে নির্বাচনের সময়সূচি বা রোডম্যাপ নিয়ে দুজনের মধ্যে তর্কের সৃষ্টি হয়। এর আগের দিন, সোমবার থেকে শুরু হওয়া এই সংলাপ দ্বিতীয় দিনে গড়ায়।
বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা তাঁর প্রাথমিক বক্তব্য তুলে ধরেন। এরপর কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হয়।
বিএনপির পক্ষে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, “৩১ ডিসেম্বরের পর জাতীয় নির্বাচনের আর কোনো সুযোগ নেই।”
তাঁর মতে, “বিএনপি নির্বাচন নিয়ে আপসহীন। ৩১ ডিসেম্বরই সময়সীমার শেষ দিন।”
এই বক্তব্যের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “কিছু রাজনৈতিক দল ভারতের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের কথার পার্থক্য খুঁজে পাওয়া যায় না।”
নাহিদের মন্তব্যের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সালাহউদ্দিন। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি তা ভারতের সুর হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায়, তারা কি তাহলে যুক্তরাষ্ট্র বা চীনের সুরে কথা বলছে?”
এই মন্তব্যের পর দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতা ও অংশগ্রহণকারীরা হস্তক্ষেপ করে তাদের শান্ত করেন।
বৈঠক শেষে সালাহউদ্দিন বলেন, “আমাদের বিশ্বাস, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব। নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সংস্কার চিহ্নিত করে সর্বসম্মতভাবে তা বাস্তবায়ন করাই এখন জরুরি।”
অন্যদিকে, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। আগাম তারিখ ঘোষণা সংস্কার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”