
ডাকসুর সাবেক ভিপির ক্ষোভপূর্ণ প্রতিক্রিয়া, আক্রমণের জন্য দায়ী করছেন বিএনপি নেতাদের
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বিএনপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১২ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে বিএনপির স্থানীয় নেতারা।
নুর বলেন, এলাকার মানুষ তাদের ভালোবাসে, এমনকি ফ্যাসিবাদের সময়েও আওয়ামী লীগের লোকেরা তাদের বিরোধিতা করার সাহস দেখায়নি। অথচ এখন বিএনপির ইউনিয়ন সভাপতি বাকের বিশ্বাসের নেতৃত্বেই হামলার শিকার হতে হচ্ছে।
তিনি লিখেছেন, “এলাকার সন্তান হিসেবে দল-মত নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন আমাদের সঙ্গে ছিল। সেই কারণেই আওয়ামী লীগ এমন দুঃসাহস দেখায়নি। কিন্তু আজ বিএনপি-ই আমাদের ওপর আঘাত হানছে!”
তিনি আরও বলেন, “এই হচ্ছে গণ-অভ্যুত্থানের পর বিএনপির পক্ষ থেকে আমাদের প্রাপ্তি। এটি তাদের ‘উপহার’।”
জানা গেছে, গত মঙ্গলবার নুরুল হক নুরের এক ভাই স্থানীয় বিএনপি নেতাদের হাতে হামলার শিকার হন। ওই ঘটনার পেছনে বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও করেছেন তিনি।
নুর তার পোস্টে সরাসরি দলটির বিরুদ্ধে হতাশা প্রকাশ করে লেখেন, “তাদের সঙ্গে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবনাটা আবারও প্রশ্নবিদ্ধ হলো।”
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– প্রথম আলো: “বিএনপি নেতার বিরুদ্ধে নুরুল হকের ভাইয়ের ওপর হামলার অভিযোগ”
– যুগান্তর: “নুরুল হক নুরের ক্ষোভ, বিএনপির নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ”
– বাংলা ট্রিবিউন: “বিএনপির ইউনিয়ন সভাপতির নেতৃত্বে হামলা, অভিযোগ নুরের”
– সমকাল: “নুরুল হক নুর বললেন, ‘বিএনপির হাতেই আঘাত’”
– কালের কণ্ঠ: “নুরের ভাইয়ের ওপর হামলার অভিযোগ, নুর বললেন বিএনপির ‘উপহার’”
– বাংলাদেশ প্রতিদিন: “ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন নুর, বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন”
– ইনকিলাব: “বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া নুরুল হকের”
– মানবজমিন: “ফ্যাসিবাদের সময় যা হয়নি, আজ তা করছে বিএনপি: নুর”
– দেশ রূপান্তর: “নুরের অভিযোগ: বিএনপির নেতারা হামলায় জড়িত”
– ঢাকা পোস্ট: “নুরুল হকের ভাইয়ের ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নিয়ে অভিযোগ”