
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেছেন, জমি দখল ও মন্দির লুটের মতো ঘটনায় এখন নারীরা প্রধান টার্গেটে পরিণত হচ্ছেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নারীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নারীর প্রতি যৌন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এসব অপরাধের সুষ্ঠু বিচারের আহ্বান জানান। তারা বলেন, নির্যাতনের ভিডিও প্রকাশ করাও একটি বড় অপরাধ। এই ধরনের অপরাধ বন্ধ করতে হলে নারী নির্যাতনের রাজনীতিকরণ বন্ধ করা জরুরি।
বক্তারা আরও বলেন, মুরাদনগরে যিনি ধর্ষণের শিকার হয়েছেন, তিনি একা নন—তার সঙ্গে আমরা সবাই আক্রান্ত। একজন নারীর পক্ষে এই সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়, এজন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, যেন নির্যাতিত নারীদের সংবাদ পরিবেশনের সময় এমন কিছু না করা হয় যাতে তারা নতুন করে অপমানিত ও নিগৃহীত বোধ করেন।
এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। ২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
এর আগে ১ জুলাই মুরাদনগরে সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সামাজিক প্রতিরোধ কমিটির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই প্ল্যাটফর্মটি ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত।
পরিদর্শনকারী দলে উপস্থিত ছিলেন ব্লাস্ট, ব্র্যাক, অ্যাকশনএইড বাংলাদেশ, কর্মজীবী নারী, উইক্যান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা।
মানববন্ধনে প্রতিনিধিরা তাদের ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য রাখেন মালেকা বানু, হুমায়রা খাতুন, সারাবান তহুরা, মৌসুমী কীর্তনীয়া, সেলিনা পারভীন এবং জনা গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘ধর্ষণের ঘটনার পর মামলা হলেও নির্যাতিতা নারীকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, কীভাবে ভীতি ও চাপে পড়ে নারীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে নারীরা ন্যায়বিচার পাবেন না।’
তিনি আরও বলেন, ‘নারী নির্যাতনের ঘটনায় রাজনীতিকরণ বন্ধ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
অন্য পত্রিকায় প্রকাশিত শিরোনামসমূহ:
১. নারীর প্রতি নির্যাতন রোধে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. ফওজিয়া মোসলেম — যুগান্তর
শিরোনাম: মুরাদনগরের ধর্ষণকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ৩ জুলাই ২০২৫
সূত্র: কালের কণ্ঠ
শিরোনাম: মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে না.গঞ্জে মানববন্ধন
প্রকাশিত: ৩০ জুন ২০২৫
সূত্র: লাইভ নারায়ণগঞ্জ