বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তনে জাতিসংঘ হাইকমিশনারের উদ্বেগ

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধে আইনের পরিবর্তন উদ্বেগজনক, যা গণতান্ত্রিক পরিসর সংকুচিত করতে পারে।


নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশে রাজনৈতিক দল, সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার ৫৯তম মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির আপডেট দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

টুর্ক আরও বলেন, জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ টিমকে সহায়তা করায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশংসা করছেন। তার মতে, এ বিষয়ে খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তারা আশাবাদী।

তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতির বিষয়টি তাকে উৎসাহিত করেছে। টুর্ক বলেন, “আমি আহ্বান জানাই অর্থবহ সংস্কারের মাধ্যমে এমন একটি পরিবেশ গড়ে তুলতে, যেখানে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব হয়।”

এর আগেও জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে জবাবদিহিতা, ন্যায়বিচার, পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থার সংস্কার, নাগরিক স্বাধীনতা, রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক প্রশাসনের ওপর গুরুত্বারোপ করে একাধিক সুপারিশ করা হয়।


📰 অন্য পত্রিকায় প্রকাশিত হেডলাইন

  1. The Daily Star: Türk criticises legal changes to ‘ban entity, activities’
  2. UNB News: UN High Commissioner for Human Rights voices concern over Bangladesh law allowing political party ban
  3. The Financial Express: UN rights chief concerned over Bangladesh law allowing political party ban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *