বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বললেন, কোটি কোটি লোক দেখিয়ে ভয় দেখাবেন না, আন্দোলন হবে চাঁদাবাজির বিরুদ্ধে

বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির নেত্রী নাহিদ ইসলাম বলেছেন, তাদের দল দুর্নীতিবাজদের ছাড় দেবে না—বিএনপিকেও নয়। আগামীর আন্দোলন হবে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে।


নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, “যেই দুর্নীতি করবে, এনসিপি তাকে ছাড় দেবে না। যদি আমাদের দলের কেউও দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধেও রাজপথে নামবে এনসিপি। আমাদের পরবর্তী আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে।”

শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর শহরের জজ কোর্ট ঈদগাহ মোড়ে এনসিপির যশোর জেলা শাখা আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। সারা দেশে এনসিপির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এটি ছিল ১১তম দিনের কর্মসূচি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “একটি দল বলে তারা নাকি কোটি কোটি সমর্থক রাখে। তাই বলে এনসিপিকে ভয় দেখানো যাবে না। আমরা ইনসাফের পক্ষে, জনগণের পক্ষে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।”

পথসভায় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, “সংস্কার নিয়ে আলোচনা এখনো টেবিলেই আছে। কিন্তু জনগণকে বাধ্য করা হলে তা রাজপথেই নামবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে দাদাগিরি মেনে নেওয়া হবে না।”

পথসভাটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ স্থানীয় নেতারা।

এর আগে শুক্রবার সকালে কর্মসূচির শুরুতে যশোর শহরের রেল রোডে চার খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে এনসিপির নেতারা গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় করে তারা পদযাত্রা শুরু করেন। মুজিব সড়ক হয়ে পদযাত্রাটি এসে পথসভাস্থলে শেষ হয়। পরে নেতারা খুলনার উদ্দেশে যাত্রা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *