মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার মারামারিতে শ্রমবাজারের ক্ষতি: আসিফ নজরুল

বিদেশে সংঘর্ষের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বললেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশে গেলে অনেকেই বলেন বা পত্রিকায় দেখা যায় যে বিদেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। সব দোষ দেওয়া হয় সরকারের, রিক্রুটিং এজেন্সির, এই দোষ, সেই দোষ! কিন্তু যারা সেখানে আছেন, তাদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি? বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে, কারণ মালিকের গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বিভিন্ন দেশে আমাদের যে বদনাম, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমি মিটিং করেছি। আমি শুনেছি, সেখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। সৌদি আরবে একটি জায়গা আছে, যেখানে বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলা, এমন ঘটনাও ঘটে। এগুলো কি মিথ্যা কথা? ওই জায়গার পুলিশকে খবর দেওয়া হয় না কেন জানতে চাইলে বলে, সে জায়গায় দোষী-নির্দোষ যারাই আছে সবাইকে বের করে দেবে। এ জন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি।

তিনি বলেন, এখন এই কাজগুলো কয়জন করে? এই বাজে কাজগুলো করে ১০ জন, ভোগে ১০ হাজার লোক, ১০ লাখ লোক। সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০ জন রাস্তাঘাটে মারামারি করে, একটি খুন করে, তাহলে ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না। আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে। কারণ এসব ঘটনা এক লাখ, ১০ লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র ১০-২০ জন লোক।

বিমানের টিকিট প্রসঙ্গে তিনি বলেন, আমি ওমরা করতে গিয়েছিলাম। সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন, বিমানের টিকিটের এত দাম, আবার উনি (উপদেষ্টা) এসেছেন ওমরা করতে।

তিনি বলেন, বিমানের টিকিট আমার মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না। তবু দেশে ফিরে আমি বিষয়টা প্রধান উপদেষ্টাকে জানাই। পরদিনই প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন, সর্বোচ্চ তিন দিন বুক রাখা যাবে টিকিট। এর মধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে। বুকিং দিতে পাসপোর্টের কপি লাগবে। এমন নির্দেশনার পর দাম কমে যায়। পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে।


অন্য পত্রিকার হেডলাইন:

কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল – বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *