মোহাম্মদপুরে প্রকাশ্যে কুপিয়ে যুবক হত্যা, কিশোর গ্যাং সংশ্লিষ্টতার আশঙ্কা

ঢাকার মোহাম্মদপুরে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাং সংশ্লিষ্টতা সন্দেহ করছে পুলিশ, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ১ নম্বর গেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সুমন নামের এক যুবককে কয়েকজন কিশোর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। হামলার ফলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত সুমনের পূর্ণ পরিচয় বা এই হামলার পেছনের কারণ জানা যায়নি। তিনি বলেন, “ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন, বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার কিংবা পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *