
রাজধানীর লালবাগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি চান মিয়াকে আটক করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রাজধানী ঢাকার লালবাগ এলাকায় যুবদলের সাবেক এক ওয়ার্ড সভাপতি চান মিয়াকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ তারিখে, লালবাগের শহীদ গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকার ঘোড়া পট্টিতে সরকারি জমি দখল করে সেখানে একটি রিকশার গ্যারেজ স্থাপন করেছিলেন।
এছাড়াও অভিযোগ রয়েছে, লালবাগের শহিদনগর এলাকায় সরকার পতনের পর থেকেই চান মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।
এসব অপরাধের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আজিমপুর সেনাক্যাম্প থেকে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শহিদনগরের ৩ নম্বর গলি থেকে চান মিয়াকে আটক করা হয় এবং তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান গণমাধ্যমকে জানান, “গতকাল রাতে সেনাবাহিনী আমাদের থানায় চান মিয়াকে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।”
এদিকে স্থানীয়দের অনেকে জানিয়েছেন, চান মিয়ার বিরুদ্ধে আগে থেকেই নানা ধরনের অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে তিনি আইনের বাইরে ছিলেন।