
রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে অফিসে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ৬ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
রাজবাড়ী শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে অফিসে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, নারায়ণপুরের রিয়াজুদ্দিন আহম্মেদের ছেলে মো. রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন এবং রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্য পত্রিকার হেডলাইন:
সময় নিউজ: ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারধর, বিএনপি নেতাসহ ৬ জনকে ধরল সেনাবাহিনী
সময়ের আলো: ভোক্তার এডিকে শারীরিক লাঞ্ছনা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৬
ঢাকা টাইমস: ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারধর, উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৬