
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বর্তমান অন্তর্বর্তী সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের শাসনব্যবস্থায় শিকড় পর্যন্ত পচন ধরেছে। এই ধারা অব্যাহত থাকলে, আওয়ামী লীগ যে ক্ষতি করেছে, এই সরকার তার চেয়েও বেশি ক্ষতি করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৮ মে) নয়াপল্টনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আব্বাস বলেন, “যেভাবে তরুণরা সামনে এসেছে, তা আমাদের নতুনভাবে আন্দোলিত করেছে। আমরা যখন তরুণ ছিলাম, তখন এরশাদ এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে দেশনেত্রী খালেদা জিয়াকে তিনবার প্রধানমন্ত্রী করতে পেরেছিলাম। এখন আপনারাও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারবেন।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনায় তিনি বলেন, “যারা সরকারে আছেন, তাদের অধিকাংশই এদেশের নাগরিক নন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নয়, বরং জনগণকে অবজ্ঞা করাই যেন এই সরকারের উদ্দেশ্য।”
চট্টগ্রাম বন্দর, সেন্টমার্টিন, করিডর ইস্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “সরকার বলছে ভালো মানুষের হাতে দিচ্ছে, অথচ দেশের সার্বভৌমত্ব আজ প্রশ্নের মুখে। স্টারলিংক ও করিডর কার জন্য আনা হচ্ছে তা জাতির কাছে স্পষ্ট করা হোক।”
তিনি আরো বলেন, “সরকারের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে নিচ পর্যন্ত দুর্নীতির পচন ছড়িয়ে পড়েছে। এখনই নির্বাচন না দিলে দেশের ক্ষতি আরো চরমে পৌঁছাবে। তাই সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন জায়গায় বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে, অথচ প্রকৃত অপরাধীদের ধরছে না পুলিশ।”