
রাষ্ট্রপতির আদেশে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন নতুন বিচারক নিয়োগ পেয়েছেন এর মধ্যে আছেন এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন
নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট
বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে হবে শপথের দিন থেকে আগামী দুই বছরের জন্য।
নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি দীর্ঘদিন ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিবসহ সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ কার্যকর হবে এবং তাদের দায়িত্বকাল সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বহাল থাকবে।