
জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে বিক্ষোভে অংশ নেওয়ায় যুবদল নেতা জাহিদ খানকে বহিষ্কার করল কেন্দ্রীয় কমিটি
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
সিলেট, বাংলাদেশ: সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত পর্যটনকেন্দ্র জাফলং এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় সিলেটের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার সকালে যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহিদকে বহিষ্কার করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নিয়ম ভেঙে কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাহিদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহিদের ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। পাশাপাশি, যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, জাফলং থেকে ফেরার সময় বল্লাঘাট এলাকায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভে অংশ নেন স্থানীয় বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। তাঁদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।
ঘটনার একাধিক ছবি ও ভিডিওতে যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাদের সক্রিয়ভাবে উপস্থিত থাকতে দেখা যায়। এদের মধ্যে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজ উদ্দিন, সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা এবং বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বিক্ষোভে ছাত্রদলের কিছু নেতা জড়িত থাকার প্রমাণ মিলেছে এবং বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। রোববার তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যাঁরা উপদেষ্টাদের গাড়ি আটকে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।”
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– প্রথম আলো: “উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার”
– কালের কণ্ঠ: “সিলেটে উপদেষ্টাদের গাড়ি আটকে যুবদল নেতার শাস্তি”
– জাগো নিউজ: “বিক্ষোভে অংশ নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার”
– বাংলা ট্রিবিউন: “উপদেষ্টাদের গাড়ি আটকে দিল শ্রমিকরা, বহিষ্কৃত যুবদল নেতা”
– বিডিনিউজ টোয়েন্টিফোর: “জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকে যুবদলের নেতৃত্ব, বহিষ্কার”