
বাংলাদেশের সুনামগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে। এর আগে, মঙ্গলবার বিকেল ৪টার সময় কিশোরীর মা বাসায় না থাকায়, মেয়েকে একা পেয়ে সৎ বাবা তার স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ উঠে।
ভুক্তভোগী কিশোরী কান্নায় ভেঙে পড়ে এবং মা বাসায় ফিরে আসলে ঘটনাটি মাকে জানায়।
ঘটনার পর মঙ্গলবার রাত ১০টার দিকে কিশোরীর মা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। মামলাটি গ্রহণের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে আসামিকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজির করা হয়।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে কারাগারে পাঠানো হবে।