
ঈশ্বরগঞ্জে এক ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে, র্যাব ও পুলিশ পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করেছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার উপজেলার উচাখিলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার ঈশ্বরগঞ্জ থানায় মামলাও দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মো. হুমায়ুন (৩০) ও মো. কাউসার মিয়া (২৪)। উভয়েই একই উপজেলার বাসিন্দা এবং নির্মাণশ্রমিক।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং তার বয়স ১৩ বছর। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যায়। স্কুলের সামনে প্রতিবেশী চাচা মো. হুমায়ুনের বন্ধু মো. কাউসার মিয়ার সঙ্গে দেখা হয়। কাউসার ওই এলাকায় নিয়মিত যাতায়াত করায় মেয়েটি তার সঙ্গে কথা বলে।
পরবর্তীতে ঘুরতে যাওয়ার প্রলোভনে কাউসার তাকে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নেয়। পথে হুমায়ুনও যুক্ত হয়। পরে মেয়েটিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উচাখিলা ইউনিয়নের নতুনবাজার এলাকার একটি দোকানঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
ঘটনার পর হুমায়ুন মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। মেয়েটি শারীরিক অসুস্থ বোধ করলে বিকেলে পরিবারের কাছে ঘটনার সব কিছু জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও মেয়েটির পরিবার মীমাংসায় রাজি হয়নি। শুক্রবার সন্ধ্যায় কিশোরীর বাবা থানায় অভিযোগ দেন।
এরপর পুলিশ হুমায়ুনকে আটক করে। র্যাব-১৪ ময়মনসিংহের অভিযান চালিয়ে শনিবার সকালে জাটিয়া এলাকা থেকে কাউসার মিয়াকেও গ্রেফতার করে এবং ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।
র্যাব-১৪-এর ময়মনসিংহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, “স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত কাউসারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “আজ মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।”
অন্যান্য পত্রিকার হেডলাইন:
১. প্রথম আলো: ময়মনসিংহে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুজন গ্রেফতার
২. বাংলা ট্রিবিউন: ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দুই জন আটক
৩. জাগো নিউজ: ময়মনসিংহে স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ, দুই গ্রেপ্তার
৪. সমকাল: ঈশ্বরগঞ্জে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগ, দুজন কারাগারে
৫. কালের কণ্ঠ: ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, দুইজন গ্রেফতার